অভয়নগরে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশলা অনুষ্ঠিত

অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন পরিষদে নারীর প্রতি সহিংসতা প্রতিহত করন আইন, শিশু আইন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং পণ্যগ্রাফি বন্ধে ইউনিয়ন পর্যায়ে এলাকার সকল শ্রেণি পেশার ব্যক্তিদের নিয়ে এক দিনের প্রশিক্ষক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যালয়ের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়।

বুধবার প্রেমবাগ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশলা উপজেলার নির্বাহী অফিসার মেজবাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি ডা. মিনারা পারভিন, প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ আ. হাকিম, ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমূখ।

আরো পড়ুন :
তাড়াইলে ভাঙা কালভার্ট, বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা
দক্ষিণখানে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আ. সাত্তার, নওয়াপাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা জিএম মনি, এম. আর. কম্পিউটারের পরিচালক ডা. মিজানুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের জনপ্রতিনিধি, ইমাম, বিবাহ রেজিষ্টার, শিক্ষকসহ সচেতন মহল। অনুষ্ঠানে সঞ্চলনা ও প্রশিক্ষন প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল।

জুন ০৮,২০২২ at ১৫:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাহো/রারি