ফারুক-অন্তর এর নেতৃত্বে জাহাঙ্গীরনগর থিয়েটার

জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) ২০২২ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বান্না ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন গনিত বিভাগের শিক্ষার্থী মহসিন আলম অন্তর। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের (৪৭ তম ব্যাচ) শিক্ষার্থী।

বৃহস্প্রতিবার (০২ জুন) সন্ধ্যায় নাট্যপার্বণের চতুর্থ দিনে সেলিম আল দীন মুক্তমঞ্চে এই নতুন কমিটির ঘোষনা দেন বিগত কমিটির সাধারণ সম্পাদক জাহিদ আল হাসান।

এসময় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন থিয়েটারের সভাপতি ও প্রত্বতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ।

কমিটিতে সহ সাধারণ সম্পাদক হয়েছেন গনিত বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি। এছাড়া সহ -সভাপতি পদে রয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী ও দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

নব নির্বাচিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাংলা বিভাগের অমিত বিশ্বাস (৪৮তম ব্যাচ আবর্তন), অর্থ সম্পাদক পরিবেশ বিজ্ঞান বিভাগের মাহফুজ ইসলাম মেঘ (৪৭তম ব্যাচ)।

কমিটির অন্যান্যরা হলেন দপ্তর সম্পাদক মেহজাবিন হাফসা প্রকৃতি (৪৯তম ব্যাচ), সহ দপ্তর সম্পাদক মোয়াল্লেম হাসনাত দিদার (৪৯তম ব্যাচ), প্রচার সম্পাদক অনুব্রত নন্দী (৪৯তম ব্যাচ), সহ-প্রচার সম্পাদক মনিরুজ্জামান (৪৯তম ব্যাচ)।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ৪৯তম ব্যাচের-কাদের দেওয়ান, ফরহাদ মিয়া, সাবাহ নূরানী, নাফিসা তাবাসসুম, মেহের আফরোজ শাওলী, ইসফার সাদী। ৫০ তম ব্যাচের- তপু ও ফিরোজ। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন (স্টাফ, বিদ্যুৎ অফিস), ছলিমউদ্দিন সেলিম (স্টাফ-ক্যাফেটেরিয়া)।

জুন ০২,২০২২ at ২২:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাউ/রারি