কোটচাঁদপুরের সাফদারপুর ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিয়দ মিলনায়তনে চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেয়ারম্যান আব্দুল মান্নান ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৬’শ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বাজেটে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সহ জনগণের বিভিন্ন দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।

পরে ইউপি সচিব মোছা. নাসরিন খাতুন ২০২২-২০২৩ অর্থ বছর বাজেটের খচড়া ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। উন্মুক্ত বাজেট সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ বাজেটের আলোকে সংযোজন-বিয়োজন বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন।

সভায় এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সদস্য কহিনুর বেগম, ফিরোজা খাতুন, ফাতেমা খাতুন, সাধারণ ইউপি সদস্য আবু সাঈদ, অমেদুল ইসলাম, ফকির আলী, মতিয়ার রহমান, ওসমান গনি, মেহেদী হাসান, জুলহাক হোসেন, আলিমুদ্দিন, আক্তারুজ্জামানসহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার জনসাধারণ।

জুন ০১,২০২২ at ১৫:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি