কোটচাঁদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা ও পৌর কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপি’র আয়োজনে মেইন বাজার কার্যালয়ে পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দীন বুলবুল সিডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল। এসময় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক হুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধূনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এর ৪১ তম শাহাদত বার্ষিকীতে তাকে বিশেষ ভাবে স্বরণ করছি।

এসময় তিনি গণতন্ত্র পূণরুদ্ধারে সকল নেতা-কর্মীদের কে আন্দোলন সংগ্রামে যোগ দিতে বলেন। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুবকর বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোমিন মনোয়ার প্রমূখ।

আরো পড়ুন :
চৌগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাইকোর্টে জামিন চেয়ে আবেদন বরগুনার সেই মিন্নির

এসময় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, পৌর যুবদলের আহŸায়ক ফয়েজআহম্মেদ তুফান, ছাত্রদল নেতা রাব্বি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা বিএনপি’র আয়োজনে স্থানীয় মেইন বাসষ্টান্ডে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ইকরামুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুর রহমান, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সাফদারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদ আহম্মেদ, বলুহর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফ আলী, দোড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান শান্টু, উপজেলা যুবদল

নেতা আশরাফুজ্জামান খাঁন মুকুল, প্রমূখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মে ৩০,২০২২ at ২২:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি