ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন করা হয়েছে। ১৮ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে লটারীর মাধ্যমে সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে এ লটারী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে। এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার, কৃষক প্রতিনিধি ও উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আকাশ প্রমুখ।

উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ২৫৯ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। প্রত্যেক কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১ মেঃ টন করে ধান ক্রয় করবে সরকার।

মে ১৯,২০২২ at ১৭:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/রারি