ভোজ্য তেল মজুদ রাখায় ১০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট বাজার এলাকায় কৃত্রিম সংকট ও অবৈধভাবে ভোজ্য তেল (সয়াবিন) মজুদ রাখার অপরাধে সোহেল এন্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মে) দুপুর ১ টার দিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান টির গোডাউনে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ ধারার ভোজ্য তেল সোয়াবিন অবৈধ ভাবে মজুদ করায় এই জরিমানা করা হয় ।

উদ্ধার করা তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত ক্রেতাদের মাঝে ১৭০ লিটারে বিক্রয় করা হয় । জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজর রহমানের নেতৃত্বেএই অভিযান চালানো হয়।

মে ১৭,২০২২ at ১৬:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ফহ/রারি