অতিরিক্ত ভাড়া নেওয়ায় অর্থদণ্ড

মানিকগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করাসহ লাইসেন্স বিহীন গাড়ি চালানোর সুযোগ নেওয়ার অপরাধের দায়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

রবিবার (৮ মে) মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক ও পরিবহন আইন, ২০১৮ এর ৮০ ও ৬৬ ধারায় মোট ০৯ (নয়) জন ব্যক্তিকে সর্বমোট ৪৩,০০০ (তেতাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এসময়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান করেন মানিকগঞ্জ জেলা পুলিশ সদস্যদের একটি টিম।

মে ০৮,২০২২ at ২০:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হার/রারি