কোটচাঁদপুরে জোড়া খুনের ঘটনায় এখনো মামলা হয়নি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌরসভার খাজনা আদায়কে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরে সলেমানপুর এলাকা থেকে ইমন হোসেন ডন ও আব্বাস আলী নামে ২ যুবককে খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করে। তবে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও নিহতের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানায়, সকালে নিহত আক্তারের পিতা আবু তালেব থানায় মামলা করতে আসেন। তাদেরকে জানানো হয় নিহত আরেক পরিবারের সঙ্গে যোগাযোগ করে মামলা করতে। কারন একই ঘটনায় দুটি আলাদা মামলা হয় না।

আরো পড়ুন :
বেগুনের সঙ্গে শিমেরও সেঞ্চুরি
কর্মক্ষেত্র ও স্কুলে হোয়াটসঅ্যাপ ব্যবহারে আসছে নতুন চমক

বৃহস্পতিবার কোটচাঁদপুরের চৌগাছা বাসস্ট্যান্ডে পৌরসভার খাজনা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন হোসেন ও যশোর নেওয়ার পথে আক্তার হোসেন মারা যায়।

এপ্রিল ১৫.২০২১ at ১৬:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি