বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি USA পিস্তল ০১ টি, ম্যাগাজিন ০২টি, অ্যামিনেশন ০৭ রাউন্ড ও ১৯৭ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (০৩ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে এ চালানটি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।

আরো পড়ুন :
ভোলার চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানকে মারধর, আটক ২
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপন

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানায়, বিএসবি’র এফএস সদস্য নং- ৭৭৫৪৯ ল্যাঃ নাঃ ওবায়েদ উল্যাহের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল কমান্ডার নং- ৬৩১৯১ হাবি. আবুল কাশেমপর নেতৃত্বে টহল কর্তৃক মেইন পিলার ১৭/৭ এস ১২২ আর পিলার শূন্য লাইন হইতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া আলাউদ্দিন এর আমবাগান হতে অভিযান চালিয়ে USA পিস্তল ০১ টি, ম্যাগাজিন ০২টি, অ্যামিনেশন (০৭ রাউন্ড kf 7.65) ও ১৯৭ বোতল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মালামাল আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।

মার্চ ০৩.২০২১ at ১২:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমস্ব/রারি