শৈলকুপায় অসহায় ভ্যানচালক বৃদ্ধের পাশে দাড়িয়েছেন একদল যুবক

ঝিনাইদহের শৈলকুপা হাসপাতালের সামনে থেকে মহেশপুর গ্রামের ভ্যানচালক ফজলুল হক নামের এক বৃদ্ধর উপার্জনের এক মাত্র সম্বল ভ্যান গাড়ীটি হারিয়ে যায়। এই ভ্যানটি চালিয়ে তিনি জীবিকা র্নিবাহ করতেন।

মাসের ২৯ তারিখ সকাল ১০ টার দিকে হাসপাতালের ইমারজেন্সির সামনে থেকে অটো ভ্যানটি চুরি হয়ে যায়। ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর থেকে মানবেতর জীবন যাপন করছিলেন অসহায় ফজলুল হক। সংসার চালাতে বিপাকে পড়েন তিনি।

আরো পড়ুন :
দিনাজপুরে জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধন
ভূঞাপুরে ৪২ দিন পর ছিনতাই হওয়া ব্যালট উদ্ধার

ঠিক সেময় একদল যুবক অসহায় ভ্যান চালকের পাশে দাড়িয়েছেন। উদ্যোগ নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সহযোগীতায় কিনে দিয়েছেন আরেকটি নতুন অটো ভ্যান গাড়ী। হাসি ফুটেছে অসহায় পরিবাবের। এভাবেই জয় হবে মানবতার।

এদিকে চুরির ঘটনায় বৃদ্ধ ফজলুল হক থানায় লিখিত অভিযোগ দিয়ে কোনাে প্রতিকার মেলেনি। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও এখন পযন্ত চুরি হয়ে যাওয়া ভ্যানটি উদ্ধার করতে পারেনি শৈলকুপা থানা পুলিশ।

ফেব্রুয়ারী ০৫.২০২১ at ২৩:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মসু/রারি