প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে- এমপি মনোরঞ্জন শীল গোপাল

মুজিব শতবর্ষের উপহার হিসেবে রোববার (২৩ জানুয়ারি) বিকেলে বীরগঞ্জ উপজেলার বটতলী (এনএইচডাব্লিউ) হতে গড়েয়া জিসি ভায়া শিবরামপুর ইউপি (বীর মুক্তিযোদ্ধা শহীদ মতিলাল বর্মণ) পর্যন্ত প্রায় ১৭ কিলোটিমার সড়কের ভিত্তি প্রস্তর ফলক উদ্বোধন উম্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, সাতোর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা, শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক প্রমূখ।

উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ জানান, সড়কটি স্থানীয় সরকার “প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বীরগঞ্জ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১৫ লাখ টাকা। তিনি জানান, বটতলী (এনএইচডাব্লু) হতে গড়েয়া জিসি ভায়া শিবরামপুর ইউপি (বীর মুক্তিযোদ্ধা শহীদ মতিলাল বর্মণ) সড়কটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা পরিষদ হতে ঠাকুরগাঁও জেলার, ৯নং সাতোর ইউনিয়ন পরিষদ এর বটতলী মোড় (এনএইচডাব্লু) গড়েয়া গ্রোথ সেন্টার ভায়া শিবরামপুর ইউনিয়ন পরিষদের সাথে সংযোগ হয়েছে।

আরো পড়ুন :
নওগাঁয় অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতাসহ আটক ২
এখানে পরিবারে কেউ মারা গেলে কেটে ফেলা হয় মহিলাদের আঙ্গুল

ষড়কটি উন্নয়ন করা হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, হাট-বাজার এবং কৃষিজাত পন্যের পরিবহনে উন্নতি সাধিত হবে। ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া গ্রোথ সেন্টার হতে বীরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সড়কের পার্শ্বে মিলিত হওয়ায় বীরগঞ্জ উপজেলা বাসীর জন্য যোগাযোগের ক্ষেত্রে খুব সহজ হবে।

এদিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর বাস্তবায়নে শিবরামপুর ইউপি অফিস হতে শিবরামপুর সড়ক পর্যন্ত উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ফলক উদ্বোধন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দেউলী আরাজী লস্করা দাখিল মাদরাসা এর নবনির্মিত সেমিপাকা টিনসেড একাডেমিক ভবনের উদ্বোধন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দেউলী আরাজী লস্করা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর ফলক উদ্বোধন উম্মোচন করেন এমপি গোপাল।

জানুয়ারি ২৩.২০২১ at ১৫:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/প্ররাজি/রারি