টিকা নিয়েও সিরাজগঞ্জের ৩ এমপি করোনায় আক্রান্ত

করোনার দুটি টিকা ও বুস্টার টিকাও নিয়েও সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় তৃত্বীয়বার ও সিরাজঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না দৃতীয় বার এবং দ্বতীয় ডোজ টিকা নিয়ে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ডা. আবদুল আজিজ সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মোবাইল ফোনে তানভীর শাকিল জয়, হাবিবে মিল্লাত মুন্না এবং এমপি ডা. আবদুল আজিজ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ গ্রহণ করেছি। এরপরও তৃতীয়বারের মতো শরীরে করোনা শনাক্ত হয়েছে। সর্দি ছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছি।

আরো পড়ুন :
সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনের জরিমানা
লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বেনাপোল কাস্টমস হাউসের, ঘাটতি ৫০৯ কোটি টাকা

ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেন, করোনার টিকার তৃতীয় (বুস্টার) ডোজ নেওয়ার ১০ দিন পর দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছি। তবে একটু সর্দি ছাড়া কোন সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছি।

সংসদ সদস্য ডা. আবদুল আজিজ সরকার বলেন, টিকার দুই ডোজ নেওয়ার পরও দেহে করোনা শনাক্ত হয়েছি। সর্দি-কাশি থাকলেও তেমন সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।

এছাড়া রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলও করোনায় আক্রান্ত হয়েছেন বলে তারা নিজেরা জানিয়েছেন। তাদেরও তেমন কোন সমস্যা হচ্ছে না। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

জানুয়ারি ২২.২০২১ at ২০:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি