সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনের জরিমানা

বাস্থ্য বিধি না মানায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনার সময় ৯ জন ব্যক্তিকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলার বারোয়ারী বটতলা, চক্ষু হাসপাতাল মোড়, শহীদ মিনার রোড, মুক্তিযোদ্ধার মোড়, উপজেলা গেটসহ বিভিন্ন স্থানে পথচারিদের মাঝে সতর্ক অবলম্বন, মাস্ক বিতরণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম।

আরো পড়ুন :
ভাঙ্গুড়ায় শীত বস্ত্র বিতরণ, মেয়র রাসেল’র জন্য দোয়া কামনা
বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধাদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল

এসময় তিনি বলেন, করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রামণ ঝুঁকি প্রকোপ আকারে বিস্তার হওয়ায় জনগণকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। যারা স্বাস্থ্য বিধি না মেনে চলবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও জনসচেতনতা অবলম্বনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সকলকে সামাজিক দূরত্ব, বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান।

জানুয়ারি ২২.২০২১ at ২০:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি