কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে ডিয়ার ইএক্স গ্ৰুপের আয়োজনে ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইন’র সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠে ও দুপুর ১২টায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) মাঠে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরো পড়ুন :
পাকিস্তানে ব্যস্ত বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ৩
যেসব রোগে অধিক পেয়ারা খেলে হতে পারে ক্ষতি

কম্বল পেয়ে ৭৫ বছরের বৃদ্ধা ময়না বেওয়া আবেগ আপ্লুত হয়ে বলেন, আইতোত ঠান্ডাতে নিন্দে (ঘুম)ধরে না বাহে, তোমরা একনা কম্বল দিলেন এতে হামার ঠান্ডার কষ্ট দুর হইলো। আল্লাহ ওমাক গুল্যাক অনেক দিন বাঁচে রাখপে বাহে।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক অন্তু চোধুরী, ডিয়ার ইএক্স গ্ৰুপের এডমিন শ্যামলী আফরোজ, সাদিক জিলানী, হাসান ওয়াহিদ, ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনে সভাপতি এনামুল হক বসুনিয়া, সহ-সভাপতি জাকির সরকার, তৌকির হাসান তমাল, সজল পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আবির রাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আলম জীবন, আশরাফুল আলম প্রমূখ। ‌

জানুয়ারি ২১.২০২১ at ১৫:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বিমিবি/রারি