চৌগাছায় কৃষককে মারপিট করে জখম

পূর্ব শত্রুতার জের ধরে চৌগাছা উপজেলার দুুড়িয়ালী গ্রামের কৃষক রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়েছে। এসময় তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রফিকুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলো, চৌগাছার দুড়িয়ালী গ্রামের মহম্মদ আলী বিশ্বাসসের ছেলে জাকির, সুলয়া কারিকরপাড়ার মৃত মমরেজের ছেলে আক্তারুল, দুড়িয়ালী সিদ্দিক আলী বিশ্বাসসের ছেলে লাল্টু, মৃত রবিউল ইসলামের ছেলে রফি, মহম্মদ আলী বিশ্বাসসের ছেলে আমির, মালিগাতি গ্রামের মৃত প্রফুল্লর ছেলে নিখিল।

আরো পড়ুন :
কাজিপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও অবরোধ
ফুলবাড়ী খয়েরবাড়ীতে ৭৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অভিযোগে উল্লেখ করা হয়েছে,গত শনিবার বিকালে চৌগাছা উপজেলার সলুয়া বাজারের আলাউদ্দিনের চায়ের দোকানের সামনে পৌছুলে জাকির, আক্তারুল, লাল্টু, রফি, আমির, নিখিলসহ অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসীরা তাকে মারপিট করতে থাকে।

এসময় তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও আংটি ছিনিয়ে নেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি ১৬.২০২১ at ১৬:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/রারি