রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিলসহ দুইজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর কাটাখালী থানাধীন লতাবন এলাকার পদ্মানদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে ভারত হতে বাংলাদেশে ফেনসিডিল পাচার করার সময় তাদের গ্রেফতার করে তালাইমারী বিওপির নায়েক সিগন্যাল মো. নূর আলম ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান, বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

আরো পড়ুন :
বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে আনন্দের হাসি
ক্ষেতলালে ফুটবল প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

গ্রেফতারকৃতরা হলো: কাটাখালী থানাধীন চর খিদিরপুরের মো. জামু শেখের ছেলে মো. নয়ন শেখ (৩৫) ও একই থানার শ্যামপুর বালুঘাট এলাকার মো. জামশেদের ছেলে মো. রতন আলী (৩২)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের সিজার মূল্য ২ লাখ ৫৫হাজার টাকা। গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক পাচারকারী। তারা দীর্ঘদিন যাবত মাদকের কারবারের সাথে জড়িত বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ।

জানুয়ারি ০৮.২০২১ at ১৬:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি