ভূঞাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতের আগুনে সোহাগ মিয়া (২২) নামের এক কলেজ ছাত্র নিহতহয়েছেন। সোমবার(০৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভূঞাপুর উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও জামালপুর সদর উপজেলার কাষ্ঠসিঙ্গা গ্রামের আয়নাল হকের ছেলে।

জানা গেছে, পড়াশোনার পাশাপাশি সোহাগ ভূঞাপুর পুরাতন সোনালী ব্যাংকের সামনে রনি কম্পিউটার নামের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:
যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিট স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে মামলা
যশোরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয় তলায় কাজ করার সময় স্টীলের মই আনতে গিয়ে হঠাৎ করে মার্কেটের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তারের সাথে মই জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই তার সমস্ত শরীর পুড়ে মৃত্যু হয়। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল ওহাব। তিনি বলেন, মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে আছে। পরিবার যদি অভিযোগ না দেয়, তাহলে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানুয়ারি ০৪.২০২২ at ১৩:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মহম/মক