সমাজসেবা দিবস উপলক্ষে-২০ জন ভিক্ষুককে গরু দিলেন ডিসি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে ২০ জন ভিক্ষুককে ১ টি করে গরু বিতরণ করেন ডিসি।

আরো পড়ুন:
পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
গুরু গোবিন্দ সিং এর ৩৫৬তম জন্মদিনে শোভাযাত্রা

এ উপলক্ষে গত রবিবার (২ জানুয়ারি) বিকালে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান ভিক্ষুকদের মাঝে এসব গরু বিতরণ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও স্টিভ কবির, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার( ভূমি), ইন্দ্রজিৎ সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান, শেফালি বেগম, ওসি এস এম জাহিদ ইকবাল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসব গরু পেয়ে সুবিধাভোগী ভিক্ষুকেরা আর ভিক্ষা করবেন না বলে জানান।

জানুয়ারী ০৩.২০২২ at ১৩:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/মক