বগুড়ায় করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে রোববার (২ জানুয়ারি) সকাল ৯ টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত বুস্টার ডোজের কার্যক্রম চলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বলেন, জেলার দুই হাসপাতালে আজ থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। টিকা নেওয়ার পর যাদের ছয় মাস অতিক্রান্ত হয়েছে এবং এসএমএস পেয়েছেন সেসব ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথম দিনে বুস্টার ডোজ গ্রহণের সুযোগ পেয়েছেন। এছাড়া কাউকে নতুন করে রেজিষ্ট্রেশন করার প্রয়োজন নেই।”

আরো পড়ুন :
বীরগঞ্জে গিনি টি এন্ড ক্যাফে এর উদ্ভোধন
যশোরে বিএনপির আরো ১২ নেতাকর্মী আটক

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) বুস্টার ডোজ হিসেবে ফাইজার এবং মোহাম্মদ আলী হাসপাতালে এস্ট্রোজেনেকার টিকা দেয়া হচ্ছে।

জানুয়ারি ০২.২০২১ at ১৫:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/রারি