যশোরে জাতীয় সমাজসেবা দিবসে শীতবস্ত্র বিতরন

যশোর সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আয়োজনে জাতীয় সমাজসেবা দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, রক্তদাতার নিবন্ধন ক্যাম্পেইন কর্মসূচি থেকে রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার (২ ডিসেম্বর) হাসপাতালের ভিতরে সংগঠনটির কার্যালয়ের সামনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসীত কুমার সাহা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সহ-সভাপতি জবেদ আলী, সহ-সভাপতি রোকেয়া পারভীন ডলি, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ইতিসেন, হাসপাতাল সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার, রোগী কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার হোসেন স্বপন, কাজী মোহাম্মদ মাসুদ পলাশ, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকন, সদস্য অহিদুল ইসলাম তরফদার, দেলোয়ার হোসেন, ইকবাল মুনাফ দিলু প্রমুখ।

আরো পড়ুন :
বছরের প্রথম দিনেই আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি কারখানা
বীরগঞ্জে গিনি টি এন্ড ক্যাফে এর উদ্ভোধন

ক্যাম্পেইন থেকে ১০০ জন রোগীকে শীতবস্ত্র হিসেবে চাদর দেয়া হয়। ৫০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তের ডোনার নিবন্ধন করা হয়। ২০ জন মানুষ রক্তদান করেন।

জানুয়ারি ০২.২০২১ at ১৫:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি