বছরের প্রথম দিনেই আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি কারখানা

সকাল দশটার সময় এয়ারপোর্ট সংলগ্ন কৈখালী মোড়ে আগুনে বশীভূত হল দুটি কারখানা, একটি রঙের কারখানা ও একটি গেঞ্জি কারখানা , আগুন লাগার কারণ এখনো জানা যায়নি ,তবে অনুমান শটসার্কিট থেকে আগুন লাগতে পারে, এলাকার বাসিন্দারা সকাল দশটা নাগাদ আগুন দেখতে পেয়ে সাথে সাথে থানা ও ফায়ার ব্রিগেডে খবর দেন।

আরো পড়ুন:
বীরগঞ্জে গিনি টি এন্ড ক্যাফে এর উদ্ভোধন
সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি ও যুগ্ন সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৪

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার বিগেড এর লোকজন, কয়েকটি আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলে হাজির হয়, ততক্ষণে আগুন ছড়িয়ে যায় দুটি কারখানায়, ভেতরে আটকে পড়ে দুইজন, পুলিশ অফিসার ও ফায়ার বিগেট এর লোকজন কোনরকমে ভেতর থেকে দু’জনকে উদ্ধার করেন, তবে কোনো রকম ক্ষতি হয়নি, বেশ কয়েক ঘণ্টার লড়াই, আগুন আয়ত্তে আসলেও কোনো কিছু উদ্ধার করতে বা বাঁচাতে পারেননি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের ফায়ার মন্ত্রী সুজিত বোস মহাশয়, তিনি পুলিশ অফিসারদের ও ফায়ার ব্রিগেডের অফিসারদের নিয়ে তত্ত্বাবধান করেন কয়েকটি ইঞ্জিন আনতে হয় আগুন নেভাতে ততক্ষনে আগুন লেলিহান রূপ নিয়ে নেয়, আগুনে কয়েক লক্ষ টাকার জিনিস এর ক্ষতি হয়েছে।

জানুয়ারী ০২.২০২২ at ১০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সরশদ/মক