বগুড়া কাহালুতে ট্রাক – অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, ১ জনের মৃত্যু ৪ জন গুরুত্বর আহত

১ জানুয়ারী অনুমান রাত সাড়ে ৮ টা বগুড়া কাহালুতে নওগাঁ – বগুড়া আঞ্চলিক মহাসড়কে বীরকেদার এবিসি টাইলস মিলের সামনে অটোরিকশা ও পিকাপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ১ জনের মৃত্যু হয়। এবং ৪ জন গুরুত্বর আহত হয়।

আরো পড়ুন:
বীরগঞ্জে গিনি টি এন্ড ক্যাফে এর উদ্ভোধন
যশোরে বিএনপির আরো ১২ নেতাকর্মী আটক

মৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক(৪০), পিতা- মৃত আলহাজ্ব আলতাব আলী, সাং- মোস্তফাপুর, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া। কাহালু থানা সূত্রে জানা যায় ঘটনার স্থলে কাহালু থানার অফিসার ইনচার্জ জনাব মো. আমবার হোসেনের নেতৃত্ব সঙ্গীয়ফোর্সসহ পরিদর্শন করেন। এবং মৃত দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পেরন করেন।

অপরদিকে আহত ব্যক্তি আফজাল হোসেন (৩০), পিতা মো. গোলাম আলী, সাং- বানিয়ে দিঘি, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া। মো. বায়েজিদ (২২), পিতা মো. মজিবুর রহমান, সাং- কোনকাই, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া ও ২জন অজ্ঞাত নামক ব্যক্তিরা কাহালু থানাধীন বীরকেদার ইউনিয়নের এবিসি টাইলস মিলস লিঃ এর সামনে হাইওয়ে পাকা রাস্তার উপর এবিসি টাইলস মিলস লিঃ এর কাজ শেষে বাড়ি যাওয়ার জন্য অটো ভ্যানে বসেছিলো। বাকি ০৪ জন রক্তাক্ত জখম অবস্থায় দেখে আশেপাশের লোকজন এসে তাড়াতাড়ি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক মর্মে জানা যায়।

জানুয়ারী ০২.২০২২ at ১৫:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শ/মক