তাড়াইলে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের ন্যায় এ বছরও বই উৎসব না হলেও নতুন বছরের প্রথম দিন শনিবার (১জানুয়ারি) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভিড় এড়াতে এবার ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে।

তাড়াইল উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা আকতার বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে ৭০ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ২০২২ নতুন বছরের ১ তারিখে সবকটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের হাতে শিক্ষকগণ নতুন বই তুলে দিচ্ছেন। তিনি আরো বলেন, জানুয়ারি পুরা মাস বই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকালে উপজেলা সদরে তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে বই বিতরণে আনুষ্ঠানিকতা না থাকলেও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উৎসবের আমেজে নতুন বই সংগ্রহ করতে দেখা গেছে।

আরো পড়ুন :
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খানসামা উপজেলায় উচ্ছসিত ৫৬ হাজার শিক্ষার্থী
ঘোড়াঘাটে মনোনয়নপত্র জমা দিলেন লাভলু

তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রাহাত আহমাদ নতুন বই হাতে পেয়ে খুশিতে বলেন, নতুন বছরের নতুন বই হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

জানুয়ারি ০১.২০২১ at ১৯:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শই/রারি