দিনাজপুরে মসজিদের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মুসল্লিদের মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি

দিনাজপুরের স্টেশনরোর্ডের আহলে হাদিস জামে মসজিদ এবং এতিমখানা মাদ্রাসার জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে আবারো মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মুসল্লিরা। এতে অংশ নেন এতিমখানার শিশু শিক্ষার্থী এবং অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

আরো পড়ুন:
গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনায় দেশ এগিয়ে যাচ্ছে :পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

আন্দোলকারিদের অভিযোগ জাল দলিলের মাধ্যমে ওই মসজিদ এতিমখানা মাদ্রাসার ১৬ দশমিক ৭২ শতাংশ জমি ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ খেলাপির দায়ে দেউলিয়া আদালতের মাধ্যমে নিলামে ক্রয় করেছিলেন এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান। মসজিদের নামে হেবা করা ওই জমি প্রতারনার মাধ্যমে ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিয়ে জয় সিল্ক নামে শিল্প কারখানা গড়ে তুলেছিলেন জমি দানকারির এক পক্ষের ওয়ারিসরা। আদালতে চুড়ান্ত নিষ্পত্তির আগেই ওই জমিতে মার্কেট তৈরি করছেন নিলাম গ্রহনকারি। মসজিদ এবং এতিমখানার নামে দান করা ওই জমি ফিরে পাবার দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলন করছেন তারা। ধর্মীয় প্রতিষ্ঠানের ওই জমি ফিরিয়ে দিতে কথিত নিলাম বাতিলসহ প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লিরা।

ডিসেম্বর ৩১.২০২১ at ২১:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আহ/মক