যশোরে বিএনপির ১০ নেতাকর্মী আটক, ৪জন জামিনে মুক্ত

যশোর জেলা

যশোর কোতয়ালি থানা পুলিশ জেলা বিএনপির ১০ নেতা কর্মীকে আটক করেছে। তবে এদের মধ্যে ৪জন বৃহস্পতিবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১০জনকে আটক করে পুলিশ।

চলতি বছরের ২৮ মার্চ কোতয়াল থানায় দায়ের করা একটি মামলায় (নম্বর-১৫২) ১০ আসামিকে আটক দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে ৪জনের জামিন মঞ্জুর করে আদালত।

আটক ১০জন হলেন, সদর উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক শংকরপুর এলাকার খুরশিদ আলম বাবু (৪১), একই এলাকার বাসিন্দা নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান তোতন (৪৪), জেলা যুবদলের সহসাধরণ সম্পাদক শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মেহেদী হাসান মিন্টু (৪২), নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শংকরপুর এলাকার শেখ মতিয়ার রহমান (৫০), সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম (৪৮), একই এলাকার মফিজুর রহমান (৩৮), গাইদগাছি মধ্যপাড়া গ্রামের স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ (৫০), সদুল্লাপুর খানপাড়া গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফিরোজ খান (৩২), জগন্নাথপুর বিশ্বাসপাড়ার স্থানীয় বিএনপি নেতা সাজ্জাদ হোসেন (২৭) এবং উশহর এলাকার বিএনপি নেতা আলী কদর (৫৮)।

আরো পড়ুন :
যশোর মণিরামপুরে ভরণ পোষন না দেয়ায় মেয়ের বিরুদ্ধে মায়ের মামলা
সখীপুরে ৪ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যের শপথ

আটক আসামিদের মধ্যে জাহিদুর রহমান তোতন, শেখ মতিয়ার রহমান, নূর মোহাম্মদ এবং আলী কদরকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

বাকিদের জামিন নামঞ্জুর করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম। আগামী ২৬ ডিসেম্বর বাকি ৬জনের জামিনের বিষয়ে ফের শুনানী হবে বলে আদালত জানিয়ে দিয়েছে বলে আসামিদের আইনজীবী জানিয়েছেন।

ডিসেম্বর ২৩.২০২১ at ২২:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/রারি