ঠাকুরগাঁওয়ে ২০টি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে ২০টি ধারালো দেশীয় অস্ত্রসহ সবুর (২৮) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার ২২ ডিসেম্বর রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নির্বাচনী এলাকার মৌহুভাসি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সবুর ইসলাম নগর এলাকার নজরুল ইসলামের ছেলে। এবং সদর উপজেলা ছাত্রলীগের নেতা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অস্ত্রের বস্তাসহ টিভিএস মোটরসাইকেলে সবুরকে দেখতে পেয়ে আটক করে এলাকাবাসী। সাথে সাথে মানুষের ভিড় বেড়ে গেলে তাকে মারধর শুরু করে সবাই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। আটককৃত রামদাগুলো নির্বাচনী সহিংসতায় ব্যবহার হতো বলে ধারণা করছে স্থানীয়রা।

আরো পড়ুন :
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির অনশন
নিজের মাকে গলাকেটে হত্যা, ছেলে গ্রেফতার

তবে হাসপাতালের বেডে থাকাবস্থায় প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ দাবী করেন ছাত্রলীগ নেতা সবুর। তিনি বলেন, আলামিন নামে একজন নৌকার প্রার্থীকে বদনাম করার উদ্দেশ্যে আমাকে ফাঁসিয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে সবুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ডিসেম্বর ২৩.২০২১ at ২১:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/রারি