যশোর শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের আলোচনা সভা

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর আলোচনা সভা হয়।

যশোর শিক্ষাবোর্ডে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন সচিব প্রফেসর আব্দুল খালেক সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কেএম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ ও হিসাব বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক। সভাপতিত্ব করেন প্রধান মূল্যায়ন অফিসার মিজানুর রহমান।

যশোর সরকারি এম এম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজেক জাহাঙ্গীর ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা।

আরো পড়ুন :
রাঙ্গুনিয়ায় প্রত্যাশীর নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
শিবগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে অগ্নি সংযোগ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন

যশোর সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবীর ও প্রফেসর এবিএম ইকবাল আনোয়ার।

যশোর সরকারি সিটি কলেজে অধ্যক্ষ প্রফেসর আশরাফুদৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোশাররফ হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম।

ডিসেম্বর ১৬.২০২১ at ১৫:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি