রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, এসি ল্যান্ড ইন্দ্রজিৎ সাহা, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, থানার ওসি এসএম জাহিদ ইকবাল।

এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন প্রমুখ।উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। অপরদিকে, এদিন সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবী উদযাপন পরিষদের উদ্যোগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মারক ” চিরঞ্জীব একাত্তরে ” পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আরো পড়ুন :
কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা
লোহিত রক্ত কণিকা বাড়াতে যেটা খাওয়া জরুরি

এখানে বক্তব্য দেন- ওই পরিষদ সভাপতি আ’লীগ সভাপতি সইদুল হক,সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম,প্রভাষক প্রশান্ত বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। প্রসঙ্গত, সন্ধ্যায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

ডিসেম্বর ১৪.২০২১ at ১৫:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/রারি