কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা

সারাদেশের ন্যায় কালাই উপজেলাতে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে’ সকাল ৯টার সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার এর সভাপতিত্বে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুর আগ মুহুর্তে শহীদদের স্মরণে, তাঁদের সম্মানার্থে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালনের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মো. মিনফুজুর রহমান মিলন।

আরো পড়ুন :
তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মেমোরিয়াল পার্ক ও আবক্ষ ভাস্কর্য উদ্বোধন
মামুনুলকে দেখতে এসে স্থান হলো হলো কারাগারে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র, রাবেয়া সুলতানা, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর মন্ডল, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আবু তালেব, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম রওশন আলম, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও হাতিয়র কামিল মাদরাসার সভাপতি আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস রত্মা রশিদ ও উপজেলা চাতাল কল মালিক সমিতির সভাপতি আব্দুল বারী প্রমুখ।

এ সময় পৌর ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের অফিসার ও নার্স, প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ১৪.২০২১ at ১৫:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আকা/রারি