রাজশাহীর উন্নয়ন নিয়ে রাসিক ও রাবি কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত

রাজশাহীর উন্নয়ন নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় নগর ভবনে দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীর উন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। মহানগরীর উন্নয়নের স্বার্থে সহযোগিতা প্রদানের কথা জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো পড়ুন :
খানসামায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য মো. সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও পরিচালক (অডিট দপ্তর) সেকেন্দার শাহরিয়ার রহমান, এস্টেট অফিসার মো. জাহিদ আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, নগর পরিকল্পনাবিদ মো. সাকিবুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নূর ইসলাম তুষার, ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার মো. আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ০৮.২০২১ at ২০:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি