গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়কে ডিজিটাল ইউনিয়ন গড়বো- চেয়ারম্যান প্রার্থী রঞ্জু

আসন্ন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. মোস্তাফিজার রহমান রঞ্জু বলেছেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে নাড়ুয়ামালা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

তিনি উক্ত ইউনিয়নের ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালীন সময়ে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন।

আরো পড়ুন :
ধরাছোঁয়ার বাইরে মেসি, ব্যালন ডি’অরে সপ্তম স্বর্গ
যেসব নির্দেশনা মানতে হবে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায়

দায়িত্বকালীন সময়ে নাড়ুয়ামালা হাট থেকে মেন্দিপুর রাস্তা সংস্কার ও পাঁকা করণ, নাড়ুয়ামালা হাট থেকে রঞ্জুর বাড়ী পর্যন্ত রাস্তা পাঁকা করন ও কৃষকদের সেচ সুবিধার জন্য পুঁঠিয়ার বিল খনন করেছেন। বর্তমানে তিনি হাট ইজারাদার ও ঠিকাদারী পেশায় নিয়োজিত রয়েছেন।

মঙ্গলবার গাবতলীর নাড়ুয়ামালা হাট ব্যক্তিগত অফিসে এ প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

নভেম্বর ৩০.২০২১ at ১৮:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আই/রারি