বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী শেখকে ‘গার্ড অব অনার’ প্রদান

যশোরের অভয়নগরে বার্ধক্যজনীত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী শেখ এর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে নওয়াপাড়া রেল স্টেশন প্রাঙ্গণে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে মরদেহ নওয়াপাড়া রেলস্টেশন সরকারী কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের সন্তান মো. টুটুল জানান, রোববার রাত ১০টার দিকে নিজ বাড়ি নওয়াপাড়ার ৫নং ওয়ার্ডে গরু হাট সংলগ্ন ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগে তিনি ঢাকায় খান সাবান ফ্যাক্টরীতে চাকুরী করতেন। এছাড়া তিনি মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার সাথে জড়িত ছিলেন।

আরো পড়ুন :
যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে গাড়ি হামলায় নিহত ৫, আহত ৪০
আত্রাইয়ে দেশী মাছের সংকট, দিশেহারা শুঁটকি ব্যবসায়ী

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আলী আহম্মদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধারা। তিনি এক মেয়ে, তিন ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুন্যগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নভেম্বর ২২.২০২১ at ১৮:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জহ/রারি