ক্ষেতলালে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে পরিক্ষার্থী ৮১৬, অনুপস্থিত-১৯

জয়পুরহাটের ক্ষেতলালে এ বছর এসএসসি পরীক্ষায় ৪ টি কেন্দ্রে অংশ নিয়েছে মোট ১ হাজার ২৪৮ জন শিক্ষার্থী। ছাত্র ৬২৬ জন এবং ছাত্রী ৬২২ জন। প্রথম দিনে বিজ্ঞান বিভাগের পদার্থ পরীক্ষায় মোট ৮১৬ জন পরীক্ষাথীর মধ্যে অনুপস্থিত ১৯ জন। বহিষ্কার নেই।
করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর ৩ ঘন্টার ১০০ নম্বরের পরিবর্তে দেড় ঘন্টার ৫০ নম্বরের পরীক্ষায় রবিবার ক্ষেতলাল উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪ টি মাদ্রাসা ও ৬ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি (সাধারণ), দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ক্ষেতলালে ৪ টি কেন্দ্রে ১ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নিবে।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায় গেছে, ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১৭২ জন ছাত্র, ২৫৬ জন ছাত্রী, মোট ৪২৮ জন পরীক্ষার্থী। ক্ষেতলাল ভোকেশনলাল কেন্দ্রে ১৭৪ জন ছাত্র, ৭৪ জন ছাত্রী, মোট ২৪৮ জন পরীক্ষার্থী ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৬ জন ছাত্র, ১৭৮ জন ছাত্রী, মোট ৩৫৪ জন পরীক্ষার্থী। খোবোদন মাদ্রাসা কেন্দ্রে ১০৪ জন ছাত্র, ১১৪জন ছাত্রী, মোট ২১৮ জন পরীক্ষার্থী। মোট এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ২৪৮ জন শিক্ষার্থী। ছাত্র ৬২৬ জন এবং ছাত্রী ৬২২ জন। এসএসসি (সাধারণ) ছাত্র-৩৪৮জন, ছাত্রী-৪৩৪ জন মোট ৭৮২ জন পরীক্ষার্থী, ভোকেশনাল-২৪৮ জন এবং দাখিলে-২১৮ জন।

আরো পড়ুন :
দেড় বছর পর অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা
ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

রবিবার প্রথম দিনে বেলা ১০ টা হতে শুরু হওয়া পদার্থ বিষয়ে সাধারণ, ভোকেশনাল ও দাখিল মাদ্রাসাসহ মোট ৮১৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এদের মধ্যে ছাত্র-ছাত্রীসহ ৪ কেন্দ্রে ৮১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে পরীক্ষা  কেন্দ্রের হল সুপার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

নভেম্বর ১৪.২০২১ at ১৭:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোশাইশা/রারি