যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজিপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠাতা যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করে কাজিপুর উপজেলা যুবলীগ।

বৃহস্পতিবার (১১নভেম্বর) এ দিবস উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা আ’লীগের কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে কাজিপুর স্বাধীনতা স্কয়ার এসে সমবেত হয়। পরে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।

আরো পড়ুন :
মতলব উত্তরে ইউপি নির্বাচনে নৌকায় ভোট চাইলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান
নরসিংদী ও কক্সবাজারে নির্বাচনী সংঘর্ষে নিহত ৪

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাইদুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন, পারভেজ আহমেদ, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ণের যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাধারনসম্পাদকবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। পরে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

প্রধান অতিথি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষনমুক্ত সমাজ বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা করেন।

নভেম্বর ১১.২০২১ at ১৭:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/রারি