জাবিতে ছাত্রদলের মিছিল, শুভেচ্ছা জানিয়েছে ভর্তি পরীক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (সম্মান) শ্রেণিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি-ইচ্ছুকদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে শুরু হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ হয়ে বিশমাইল গেইটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেইট, এমএইচ গেইটে নবীন শিক্ষার্থীদের মাঝে ফুল, কলম ও ফাইল বিতরণ করেন তারা।

আরো পড়ুন:
রাজধানীতে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ঝিনাইদহের এক মানষিক প্রতিবন্ধী ২০দিন যাবৎ নিখোঁজ

শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘ক্ষমতাসীন ছাত্রসংগঠন ক্যম্পাসে তাদের রাজত্ব কায়েম করে, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার হরণ করেছে। অপরদিকে ছাত্রদল অতীতের ন্যায় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগ হলগুলোতে রুম দখল করে গণরুমকে টর্চার সেল বানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলায় একমাত্র ছাত্রদলকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হচ্ছে না। অথচয় বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের ক্যাম্পাসে সহবস্থান রয়েছে।’

এই সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহীম খলীল বিপ্লব, ছাত্রনেতা মো. সেলিম রেজা, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির মার্জুক, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাছান শুভ, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা আরিফ হোসাইন, ছাত্রনেতা আহম্মেদ তালুকদার জুয়েল, নাইমুল হাসান কৌশিক, আমিন, আহম্মেদ, রাশিদ আল-বাদল, দেওয়ান আলাউদ্দিন, রাজু আহম্মেদ রাজন, রায়হান, রফিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

নভেম্বর ০৯.২০২১ at ১৮:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নউ/জআ