কাহালু অঘোর মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের, ম্যানেজিং অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি

কাহালু অঘোর ঔমালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষক নিবার্চন উৎসব মুখর পরিবেশে সকাল ১০ টা থেকে শিক্ষক প্রতিনিধি নিবার্চনে ভোট গ্রহণ শুরু হয় দুপুর ১০ টা পযর্ন্ত চলে, এতে ৩ জন শিক্ষক অংশ গ্রহণ করেন, ৫৯ ভোট পেয়ে প্রথম আহসানুল হাবীব, ৫৩ ভোট পেয়ে দ্বিতীয় শাহিন ইকবাল সুজন। এবং শামীমা তাসমিন বিনাপ্রতিদন্দীতায় নিবার্চীত হন। মোট ভোটার ৯১ জন।

নিবার্চনে রিটার্নীং অফিসার কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন, প্রিজাইডিং অফিসার উপাধ্যক্ষ মো. আতিকুর রহমান মিলন, সহকারী প্রিজাইডিং অফিসার প্রভাষক মো. সাইফুল ইসলাম এবং প্রভাষক মো. আব্দুল খালেক। অপরদিকে ৬ নভেম্বর অভিভাবক সদস্য নিবার্চন হয়।

আরো পড়ুন :
ঘোড়াঘাটে আমন ধান সংগ্রহের উদ্বোধন
কাহালুতে বিদেশীদের জন্য তৈরী হচ্ছে কুটির শিল্পের নানা সৌখিন জিনিসপত্র

নিবার্চনে রিটার্নীং অফিসার কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন, ফলাফল ঘোষণা করেন প্রথম নিবার্চীত হয় মো. আব্দুল বাছেদ (২৪১ ভোট),দ্বিতীয় নিবার্চীত হয় মো. সুলতান আলী মোল্লা (২০১), তৃতীয় নিবার্চীত হয় টসে জয়ী মো. হায়দার আলী (১৯০) এবং (টসে পরাজয়ী আজিজুল হক ১৯০)মোট ভোটার ৯৭৬ টি, বৈধ ভোট ৩২০, বাতিল ভোট ২৭৭ টি।

নভেম্বর ০৭.২০২১ at ২০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শা/রারি