শিবচরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

মাদারীপুরের শিবচরে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন। শনিবার (০৬ নভেম্বর) সকালে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের মোহাম্মদ শহীদ হোসেন উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় পুলিশের সকল সেবা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।

আরো পড়ুন:
মদন হানাদার মুক্ত দিবস পালিত
ছেংগারচর পৌরসভার মেয়রের অপসারণ ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শিবচর থানা সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, জাতীয় জরুরি সেবা নিতে ৯৯৯ নম্বরের ব্যবহারসহ পুলিশের সকল সেবা নিয়ে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন ওসি মিরাজ হোসেন। বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতিটি ক্লাসে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাদের বিভিন্ন সেবাসহ ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সোচ্চার হতে আহ্বান জানান। পুলিশি সেবা নিতে উদ্বুদ্ধ করেন।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনা হয়েছে।’

নভেম্বর ০৬.২০২১ at ১৩:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএদ/জআ