রাজশাহী নগরীতে টিকা পাবে ৩২ হাজার শিক্ষার্থী

রাজশাহী নগরীর ১২ থেকে ১৭ বছর বয়সী ৩২ হাজার স্কুলশিক্ষার্থী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা পাবেন। এর মধ্যে মাদরাসার ৬ হাজার শিক্ষার্থী রয়েছেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির এ শিক্ষার্থীরা ফাইজারের টিকা পাবেন।
তবে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হবে। এ টিকা নগরীতে সাতটি কেন্দ্রে দেওয়া হবে। তবে, কবে থেকে রাজশাহীর শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ তালিকায় ৭০টি স্কুলের ২৬ হাজার শিক্ষার্থী রয়েছে। মাদরাসা পর্যায়ে আরও ৬ হাজার শিক্ষার্থী। টিকা নেওয়ার আগে প্রতি শিক্ষার্থীকে নিবন্ধিত হতে হবে। জন্ম সনদ ব্যবহার করে সুরক্ষা অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করা যাবে। তবে অবশ্যই জন্ম সনদ ১৭ ডিজিটের হতে হবে। এ ব্যাপরে শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

আরো পড়ুন :
পেকুয়ায় ছেলের হাতে মারধরের শিকার গর্ভধারিণী মা
করোনায় মুখে খাওয়ার প্রথম অনুমোদিত বড়ি ‘মলনুপিরাভির’

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, করোনার ভাইরাসের টিকা দেওয়ান দিনক্ষণ এখনও ঠিক হয়। তবে সবাইকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নভেম্বর ০৫.২০২১ at ১৪:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি