লালপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সঙ্গে আলোচনা সভা

নাটোরের লালপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সঙ্গে বাজারজাতকরন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে আভা ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ও হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় লালপুর উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :
তাহিরপুরে জলমহাল থেকে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার!
দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার

আভা ডেভেলপমেন্ট সোসাইটির হারভেস্ট প্লাস প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেষ্টিগেটর ফেরদৌসি খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এজাজুল হক, হারভেস্ট প্লাস বাংলাদেশের সিবিসি প্রজেক্টের কো-অর্ডিনেটর আবু হানিফ, প্রজেক্ট অফিসার রুহুল কুদ্দুস, আভা ডেভেলপমেন্ট সোসাইটির হারভেস্ট প্লাস প্রজেক্টের কো-অর্ডিনেটর আব্দুর রউফ ও সাইফুল ইসলাম প্রমুখ। এসময় সভায় ৩০জন বীজ বিক্রেতা উপস্থিত ছিলেন।

নভেম্বর ০৪.২০২১ at ২০:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সম/রারি