যশোরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আইসিটি ও ক্যারিয়ার বিষয়ক ফ্রি কর্মশালা

‘প্রযুক্তির ছোঁয়ায় গড়ি আগামীর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে তরুণদের দক্ষতা উন্নয়নে আইসিটি ও ক্যারিয়ার বিষয়ক ফ্রি কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) শহরের এ্যাবাকাস আইটির কার্যালয়ে কর্মশালা হয়। যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচ আর তুহিন, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক ও শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু ও টুইংকেল ব্রাইডাল পার্লারের প্রোপাইটর মরিয়ম নারগিস।

আরো পড়ুন :
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে হাসি
শিক্ষার্থীর বাসায় থরে থরে সাজানো নানা ব্র্যান্ডের মদ

বক্তব্য রাখেন এ্যাবাকাস আইটির প্রতিষ্ঠাতা জহির ইকবাল নান্নু ও পরিচালক আফরোজা খাতুন।

নভেম্বর ০৪.২০২১ at ১৯:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি