শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক বন্ধ

হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। লিটার প্রতি তেলের দাম বেড়েছে ১৫ টাকা। তেলের দাম ও ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার  বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবহন মালিক সমিতির একটি সূত্রে জানা গেছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে যাচ্ছে।

আরো পড়ুন: ভোক্তা পর্যায়ে লিটার প্রতি মূল্য বেড়েছে ১৫ টাকা

হঠাৎ করেই তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে যা খুবই অস্বাভাবিক। এ অবস্থায় বর্তমান ভাড়ার সঙ্গে তেলের দামের কোনো সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়বে। তেলের দামের সঙ্গে ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার থেকে বাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে।

নভেম্বর ০৪.২০২১ at ১৬:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ