কাহালুতে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আশ্রয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে বগুড়ার কাহালুতে ৪৬ টি গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ভাগ দুবরায় মহাসড়কের সাথেই সরকারি খুবই মুল্যবান সম্পত্তিতে সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

গৃহনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মুরইল ইউপি চেয়ারম্যান মো .হারেজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন :
পাবনার চাঁদভায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিদায়ী জনবান্ধব ইউএনও মাহবুবকে প্রিয় খানসামা’র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জোব্বার জানান, ভাগ দুবরায় ২৭ টি ও উপজেলার বিভিন্ন স্থানে আরো ১৯ টি গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ করা হবে। এই ৪৬ টি গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ ব্যায় ধরা হয়েছে ১১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা।

নভেম্বর ০১.২০২১ at ১৮:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শা/রারি