ঘোড়াঘাটে বর ও মৌলভীর ৬ মাস করে কারাদন্ড প্রদান

দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্যবিবাহ প্রস্তুতি কালে বর ও মৌলভীর ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘোডাঘাট থানার সাব ইন্সপেক্টর মো. খুরশিদ আলম জানান, খোদাদাতপুর কলনি পশ্চিম পাড়ার শাহ আলমের কন্যা (১৪) এর সাথ একই গ্রামের মো. আ. হামিদ শেখের পুত্র মো. শফিআলমের (২৩) বাল্যবিয়ের প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলমের নেতৃত্বে সাব ইন্সপেক্টর মো. খুরশিদ আলম সঙ্গীয় ফোর্সসহ (৩০ অক্টোবর) রবিবার রাত সাড়ে ১০ টায় শাহ আলমের বাড়ীতে অভিযান বাল্যবিয়ে প্রস্তুতি নেওয়ার সময বর মো. শফি আলম ও মৌলভী মো. আ. রহিমকে (৩৭) আটক করে ।

আরো পড়ুন :
বদলগাছীতে অপরাজিতা শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে

উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সালের ৭ ও ৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদের থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নভেম্বর ০১.২০২১ at ১৬:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মউআম/রারি