ঝালকাঠিতে রিক্তা বেগম কন্যা সন্তান নিয়ে স্বামির বিচারের দাবীতে ঘুরে বেড়াচ্ছে

ঝালকাঠিতে মোসা. রিক্তা বেগম ১টি কন্যা সন্তান নিয়ে নিজের ও শিশু কন্যার ভরনপোষনের এবং স্বামির বিচার চেয়ে ঘুরে বেড়াচ্ছে।

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার জোবাই গ্রামের মো. জাফর আলির কন্যা মোসা. রিক্তার সাথে একই গ্রামের মো. আল আমিন সরদারের সাথে ৫ বছর পূর্বে বিবাহ হয়। সে এই গ্রামের শহীদ সরদারের পুত্র। বিয়ের পরে রিক্তা জানতে পারে এর পূবেও তার স্বামি আরও একটি বিয়ে করেছিল। সে সব কিছু ভুলে সংসার জীবন শুরু করে।

তাদের ৩ বছরের একটি শিশু কন্যা রয়েছে। আল আমিন সরদার ঝালকাঠি শহরের পশ্চিম চাদকাঠি এলাকায় মক্কা সেমাই ফ্যাক্টরিতে কাজ পায় এবং স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া করে থাকে। সেমাই ফ্যাক্টরিতে কাজ করার সময় দুই সন্তান এর জননী ময়না বেগম নামে এক নারী কর্মীর সাথে সম্পর্ক গড়ে ওঠে। আল আমিন স্ত্রী রিক্তা বেগমকে মারধর করে হাত ভেঙ্গে দেয় এবং অসুস্থ অবস্থায় মোসা. রিক্তা পিত্রালয়ে পাঠিয়ে দেয়।

আরো পড়ুন :
দৌলতপুরে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানরাই নৌকার টিকেট পেলেন
অপ্রতিরোধ্য কুড়িগ্রাম এর আয়োজনে ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইনের সহযোগিতা

এই সুযোগে ২৩ জুলাই ২০২১ তারিখ ময়না বেগমকে নিয়ে তার স্বামি আল আমিন সরদার ঝালকাঠি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সুস্থ হয়ে রিক্তা ১৮ অক্টোবর ঝালকাঠিতে এসে দেখে তার স্বামি ঘরের সব মালামাল নিয়ে চলে গেছে।

২০ অক্টোবর স্বামির খোঁজ খবর না পেয়ে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেন। ঝালকাঠি থানা পুুলিশের একটি সূত্র জানায় আল আমিন সরদারের বর্তমান অবস্থানর চিহ্নিত ও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অক্টোবর ২৪.২০২১ at ১৮:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনা/রারি