কালীগঞ্জ পৌর ফুটবল টুর্ণামেন্ট পোড়াদাকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর কাপ ফুটবল টুনামেন্ট ২০২১ এর প্রথম সেমিফাইনালে পোড়াদাকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে কালীগঞ্জ। ফাইনালে উঠার লড়ায়ে অংশ নিতে উভয় দলে মাঠে নামে ১০ জন বিদেশি খেলোয়ার। যে খেলা দেখতে দুপুর থেকে হাজার হাজার দর্শক মাঠে আসতে থাকে। বিকাল ৪ টায় সকল আনুষ্ঠানিকতা শেষ করে মাঠে গড়াই বল। খেলার প্রথম আর্ধে আক্রমন পাল্টা আক্রমনে উপভোগ্য হয়ে ওঠে। খেলার ২৫ মিনিটের মাথায় মাঠের দক্ষিণ প্রান্তের ডান পাশ থেকে দলীয় অধিনায়ক কায়েশের দেওয়া গোলে টোকা দিয়ে সরাসরি কালে বল জড়িয়ে দেন নাইজেরিয়ান খেলোয়ার এমেকা। মুহুর্তে আনন্দে উল্লসে ফেটে পড়ে দর্শক শিবির।

গোল পরিশোধে মরিয়া উঠেন ৭ জন বিদেশি খেলোয়ারের সম্নয়ে গঠিত পোড়াদহের খেলোয়াররা। ২বার সহজ গোলের সুযোগ পেলেও সেই কাঙ্খিত লক্ষে বল পোছাতে ব্যর্থ হয়। প্রথম আর্ধের খেলা শেষে উভয় দলের খেলোয়াররা মঠে নামে। আবারও শুরু হই আক্রমন পাল্টা আক্রমনে নান্দনিক ফুটবল খেলা। খেলা শেষ হবার ১০ মিনিট আগে জাতীয় দলের খেলোয়ার জুয়েল রানার বাড়িয়ে দেওয়া বলে দলীয় অধিনায়ক কায়েশ পোড়াদাহের গোল কিপারকে ফাকি দিয়ে বল জড়িয়ে দেন জালে। এই গোলের মধ্য দিয়ে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে শক্তিশালী পোড়াদহ ফুটবল একাদশ। গোল পরিশেধোর শেষ চেষ্টায় উঠে পড়ে লাগে পোড়াদাহ। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভিজ্ঞ রেফারি টানা বাশিতে খেলার স্বপ্ন শেষ হই পোড়াদহের অধিনায়ক স্বাধিনের শিশ্যদের।

আরো পড়ুন :
রূপগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষনের পর হত্যা; খুনি গ্রেফতার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ আটক ৩

খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন কালীগঞ্জের দলীয় অধিনায়ক কায়েশ। দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর বুধবার। খেলায় অংশ গ্রহন করবেন বাগের হাট ও বেনাপোল ফুটবল একাদশ। খেলার মিডিয়া পার্টনার কালীগঞ্জ প্রেস ক্লাব । খেলা পরিচালায় সহযোগিতা করেন, মারুফ হোসেন ও জামান হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম। মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য, পৌরসভার সকল কাউনসিলর গণ।

অক্টোবর ২৩.২০২১ at ২২:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বহব/জআ