বঙ্গবন্ধুর নৌকা এখন দুর্নীতিতে ভরা- রুবেল

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহমেদ শফি রুবেল বলেছেন, বঙ্গবন্ধুর নৌকা এখন আর বঙ্গবন্ধুর নেই। সেই নৌকা এখন চোরাচালনি লুটেরা সন্ত্রাসি সমাজ বিরোধী দুর্নীতিবাজ অপরাধিতে ভরে গেছে। নৌকার হাল ধরেছে তারা। প্রধান মন্ত্রী নিজেই বেসামাল হয়ে পড়েছেন। পরিত্রান পেতে জাতীয় পার্টির সাথে থাকতে জনগনের প্রতি আহবান জানিয়েছেন তিনি। ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য এসব কথা বলেছেন তিনি।

পার্টির জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি এ্যাডভোটেক নুরুল ইসলাম, মীর তৌহিদুল ইসলাম স্বপন, পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন, বিরল উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, বীরগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম স্বেচ্ছাসেবক, জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান মিলনসহ অন্যান্যরা।

আরো পড়ুন :
চিলমারীতে স্বামীর বাড়িতে স্থান মিলছে না গর্ভবতী স্ত্রী’র
গোমস্তাপুরে বাড়ি উঠানের রিংপাটে’র পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

এর আগে একই মঞ্চে পার্টির কার্যনির্বাহী কমিটির সভায় করোনা কালিন দেড়বছরে ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রম আবারো জোরদার করতে করনীয় এবং স্থানীয় নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ভূমিকা সম্পর্কে মতামত তুলে ধরেন কমিটির তৃনমূলের নেতারা। এছাড়াও ওই দুইটি সভা শেষে কুমিল্লাসহ সারা দেশে পুজা মন্ডপ মন্দিরে হামলা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাংচুর অগ্নি সংযোগসহ সহিংস ঘটনার প্রতিবাদে সাদা পাতাকা হাতে শহরের শান্তির‌্যালী বের করেন তারা। র‌্যালী শেষে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন পার্টির নেতাকর্মীসহ সমর্থকেরা

অক্টোবর ২৩.২০২১ at ২২:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মআহ/জআ