চৌগাছায় নিবন্ধনবিহীন ১৩৭ মোটরসাইকেল আটক

যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ১৩৭ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ ব্রিজ মোড় ও যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় এবং টিএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় বলেন, নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট না থাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেলগুলো আটক দেখিয়ে চৌগাছা থানায় সোপর্দ করেছে।

আরো পড়ুন:
নতুন আতঙ্ক, পেঁয়াজ খেয়েই ৬শ’ মানুষ সালমোনেলায় আক্রান্ত
সুপার টুয়েলভ খেলতে দুবাই পৌঁছেছেন টাইগাররা

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার বলেন, যশোর ট্রাফিক পুলিশ মামলা দিয়ে ১৩৭ টি মোটরসাইকেল থানায় হস্তান্তর করেছে।

অক্টোবর  ২২.২০২১ at ২০:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/জআ