রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ১০অক্টোবর দুপুর আড়াইটায় রাজাপুর উপজেলার বাদুরতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন। দণ্ডপ্রাপ্ত হলো পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত আব্দুল হামেদ সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৫৯)।

আরো পড়ুন :
পেকুয়া সদর ইউপিতে নৌকার মনোনয়নে এগিয়ে ব্যবসায়ী মুকুল
পাবনায় স্বেচ্ছাসেবকলীগের নেতার হামলা: মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ

এ সময় ২০ হাজার মিটার জল জব্দ করে আগুনে পুরিয়ে ফেলা হয় ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করেন উপজেলা প্রশাসন।

অক্টোবর ১০.২০২১ at ১৮:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোনা/রারি