দিনাজপুরে শহীদদের স্মরনে শোক র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালিন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে গণহত্যার শিকার শহীদদের স্মরনে রবিবার দুপুরের দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে গোরে শহীদ বড়ময়দানের শহীদ মিনার চত্তরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি একরামুল হক আবিড়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোসাদ্দেক হোসেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রুয়েল ইসলামসহ অন্যান্যরা। এর আগে জেলা শহরের শোকর‍্যালি বের করেন তারা।

আরো পড়ুন :
বিষপানে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
আওয়ামীলীগের নাম ভাঙিয়ে ধান্দাবাজি করা যাবে না-এমপি প্রিন্স

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে ১০ অক্টোবর পাক হানাদার বাহিনীর নির্বিচারে গুলিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিয়া ইউনিয়নের চড়ারহাটে শহীদ হন স্থানীয় ২ নারী এবং ৯৩জনকে শনাক্তসহ দেড় শতাধিক ব্যক্তি। গন কবরে শায়িত তারা। দিবসটি স্মরনে কর্মসূচি পালন করেছেন তারা।

অক্টোবর ১০.২০২১ at ১৫:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহো/রারি