ফুলবাড়ীতে নিজের বাল্যবিয়ে প্রতিরোধ করায় স্কুল ছাত্রীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করায় মোছা. মোনালিশা আক্তার নামের এক স্কুল ছাত্রীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মোনালিশা উপজেলার বড়লই উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) হল রুমে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

আরো পড়ুন :
ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে পণ্ড হতে বসেছিল বাংলাদেশের বিশ্বকাপ
ক্যানসারের ঝুঁকি কমায় ড্রাগন ফল

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সমাজ সেবা অফিসার রায়হানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সহকারী প্রোগ্রামার আজমল আশরাফ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের (পাইলট) প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সরকার লাকু প্রমূখ।

অক্টোবর ০৭.২০২১ at ১৫:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বির/রারি